Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সাহাগোলা ইউনিয়ন

এক নজরে 1 নং সাহাগোলা ইউনিয়ন পরিষদ

 

কালের স্বাক্ষীবহনকারী আত্রাইউপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন 01 সাহাগোলা ইউনিয়ন পরিষদ। কালপরিক্রমায় ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম : 1 নং সাহাগোলা ইউনিয়ন পরিষদ

খ) আয়তন : 5920 একর

গ) লোক সংখ্য : 200559

ঘ) গ্রামের সংখ্যা : 22 টি

ঙ) মৌজার সংখ্যা : 20 টি

চ) হাট/বাজার সংখ্যা : 01 টি

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সিএনজি/বাস

জ) শিক্ষার হার : 35.53% (২০০১ অনুয়ায়ী)

      সরকারী প্রাথমিক বিদ্যালয় : 07 টি

      বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় : 05 টি

      উচ্চ বিদ্যালয় : 02 টি

      মাদ্রাসা : 02 টি

      কলেজ : নাই

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান : জনাব এস এমমোয়াজ্জেম হোসেন (চান্দু)

ঞ) গুরুত্বপূর্ণ ধার্মীয় স্থান : নাই

ট)ঐতিহাসিক/পর্যটন স্থান : নাই

ঠ) ইউপি ভবণ স্থাপন কাল : নাই

ড) নবগঠিত পরিষদের বিবরণ :

      ১. শপথ গ্রহণের তারিখ : চেয়ারম্যান ১৬-০৮-২০১১ এবং সদস্য ১৭-০৮-২০১১ ইং।

      ২. প্রথম সবার তারিখ : ১৭-০৮-২০১১ ইং।

      ৩. মেয়াদ উর্ত্তীনের তারিখ : ১৬-০৮-২০১৬ ইং।

ঢ) গ্রামসমূহের নাম : ১. সাহাগোলা ২. বহলা ৩. ঝনঝনিয়া ৪. শ্রীরামপুর৫. চাপড়া ৬. তারাটিয়া ৭. উচল

   ৮. বড় ডাঙ্গা  ৯. ছোট ডাঙ্গা  ১০. আকবরপুর  ১১. কয়সা  ১২. মাগুড়াপাড়া  ১৩. হাতিয়াপাড়া  ১৪.  

   মির্জাপুর  ১৫. ফুলবাড়ী  ১৬. মিরাপুর  ১৭. উদনপৈ  ১৮, রসুলপুর  ১৯. কিসমত জাতপাড়া  ২০. আমরুল

   জাতপাড়া  ২১. ভবানীপুর  ২২.সুবর্নকুন্ড

ণ) ইউনিয়ন পরিষদ জনবল

      1) নির্বাচিত পরিষদ সদস্য – 13 জন

      2) ইউনিয় পরিষদ সচিব – 1 জন

      3) ইউনিয়ন গ্রামপুলিশ – 10 জন