গ্রাম আদালত কি?
গ্রাম আদালত প্রতি সপ্তাহে বুধবার বসে। গ্রাম আদালতে বিচারকসহ দুই পক্ষের দুইজন করে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে মোট ৫ সদস্যর সমন্নয়ে গ্রাম আদালত গঠন করা হয়।
গ্রাম আদালতের বিধিমালাঃ
কোন ব্যক্তি গ্রাম আদালতে আশ্রয় নিতে চাইলে, তাহাকে নিদিষ্ঠ বিষয়ের উপর লিখিত অভিযোগ পত্র গ্রাম আদালতের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হয়। আবেদন পত্র গ্রহণ করার পর-গ্রাম আদালতে বিচার যোগ্য হইলে অভিযোগ পত্রটি গ্রহণ করা হয়। বিচার যোগ্য না হইলে তা বাতিল বলে গণ্য হয়। ২০ টাকা ফি নিয়ে গ্রাম আদালতে অভিযোগ পত্র গ্রহণ করা হয় এবং তাহা রেজিঃ ভুক্ত করে নম্বর বসানো হয়।
একটু সহজ ভাবে বলা যায়-
গ্রামের ছোট-খাট বিষয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে শালিশের মাধ্যমে যে সমাধান প্রদান করা হয় তাই গ্রাম আদালত। গ্রাম আদালতের সিদ্ধান্ত মেনে না নিলে চেয়ারম্যান সাহেব এক পক্ষের একটি চুড়ান্ত শিট প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS